ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

তিন দিনের রিমান্ড মঞ্জুর 

সিরাজগঞ্জে জোড়া খুনের মামলার প্রধান আসামী মেরাজুল গ্রেপ্তার 

সিরাজগঞ্জে জোড়া খুনের মামলার প্রধান আসামী মেরাজুল গ্রেপ্তার 

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার প্রধান আসামি মেরাজুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সে সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি গ্রামের হায়দার আলীর ছেলে। তাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। ওসি (ডিবি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের ফরহাদ হোসেন গংদের সঙ্গে হায়দার আলী গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জেরে বৃহস্পতিবার রাতে ফরহাদের ছেলে আলামিন ও তার বন্ধু আল আলামিনকে কুপিয়ে জখম করে হায়দার গংরা। এতে ঘটনাস্থলেই আল আলামিন নিহত হয় এবং পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলামিন মারা যায়। এ ব্যাপারে ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলাটি ছায়া তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ। পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার) পিপিএম (বার) দিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল রোববার সকালে ঢাকার কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন এবং ইতিমধ্যেই তাকে রিমান্ডে নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,জোড়া,খুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত